22 October 2023 | 12:36pm
Follow Us facebook youtube-filled twitter linkedin

Training on 'Certificate Course for Enhancing Professional Skills for Registration and Return Filing at RJSC'

Training on 'Certificate Course for Enhancing Professional Skills for Registration and Return Filing at RJSC'
Open
calendar
1 September 2024
location-pin
BFTI Academic Block

যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)-এর সেবাগ্রহীতাগণকে স্মার্ট সেবা প্রদানকল্পে কোম্পানি আইনের আলোকে আরজেএসসি-তে নির্ভুলভাবে কোম্পানি নিবন্ধন ও রিটার্ন দাখিলের জন্য দক্ষ পেশাজীবী সৃজনের নিমিত্ত কোম্পানি আইন ও অনলাইন রিটার্ন দাখিলের বিষয়ে সম্যক ধারণা দিতে ‘Certificate Course for Enhancing Professional Skills for Registration and Return Filing at RJSC’ শীর্ষক ২ মাস (২১ কর্মদিবস) ব্যাপী প্রশিক্ষণ আরজেএসসি-এর সহায়তায় বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) সেপ্টেম্বর,  ২০২৪ মাসের তৃতীয় সপ্তাহে বিএফটিআই’র একাডেমিক ব্লক, টিসিবি ভবন (৫ তলা), ১, কারওয়ান বাজার, ঢাকায় আয়োজন করতে যাচ্ছে।

 

বাণিজ্য মন্ত্রণালয়, আরজেএসসি, বিএসইসি, বিএফটিআই, আইসিএবি, আইসিএসবি’র প্রশিক্ষক এবং স্বনামধন্য শিক্ষাবিদরা এই প্রশিক্ষণ কোর্সের সেশন পরিচালনা করবেন। প্রশিক্ষণটি অত্যন্ত ইন্টারেক্টিভ হবে এবং প্রশিক্ষণ কোর্সটি শেষ হলে RJSC Practitioner সার্টিফিকেট এবং নিবন্ধন নম্বরসহ আরজেএসসি রেজিস্ট্রার কর্তৃক ইস্যুকৃত একটি SMART ID Card প্রদান করা হবে।

 

প্রশিক্ষণের সময়সূচী এবং নিবন্ধনের বিশদ বিবরণ

 

 

প্রশিক্ষণের সমকাল

:

সেপ্টেম্বর, ২০২৪, থেকে অক্টোবর, ২০২৪।

প্রশিক্ষণ ফি            

:

৬০,০০০ টাকা (ভ্যাট এবং ট্যাক্স ব্যতীত) (প্রশিক্ষণ ফি এর মধ্যে আপ্যায়ন ব্যয়, প্রশিক্ষণ সামগ্রী ও ব্যাগ অন্তর্ভুক্ত)।

সপ্তাহে ৩ দিন                 

:

মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার ।

সময়

:

বিকাল ৪:০০ থেকে সন্ধ্যা ৭:১০।

অর্থপ্রদানের পদ্ধতি

:

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের অনুকূলে নগদ বা অ্যাকাউন্ট পেয়ি চেক বা পে-অর্ডারের মাধ্যমে।

যোগাযোগের ঠিকানা

:

বিএফটিআই, টিসিবি ভবন (৫ম তলা), ১, কারওয়ান বাজার, ঢাকা- ১২১৫।

নিবন্ধনের শেষ সময়

:

১০ সেপ্টেম্বর, ২০২৪।  

 

উল্লেখ্য যে, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) উক্ত প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। প্রশিক্ষণ সংক্রান্ত যে কোন বিষয়ে তথ্যের জন্য জনাব সুলতান মাহমুদ, রিসার্চ অ্যাসোসিয়েট বিএফটিআই'র সাথে (মোবাইল: +8801924-323396, ই-মেইল: [email protected]) অথবা জনাব জিকরা আমিন পিএএ, প্রোগ্রামার, আরজেএসসি (মোবাইল: ০১৯১২-৫৮৭১০২, ই-মেইল: [email protected]) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ‘First Come First Served’ ভিত্তিতে প্রশিক্ষণ কোর্সে সর্বোচ্চ ৪০ জন অংশগ্রহণকারীকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।  

Related Trainings