বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ‘Certificate
Course for Enhancing Professional Skills for Registration and Return Filing at
RJSC’ শীর্ষক ২ মাস (২১ কর্মদিবস)
ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। ১৭ সেপ্টেম্বর
২০২৪ তারিখে বিএফটিআই এর একাডেমিক ব্লকে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত
হয়েছে। এই অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জনাব মোহাং সেলিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর
(আরজেএসসি)-
এর নিবন্ধক জনাব মোঃ মিজানুর রহমান এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ইন-চার্জ) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি), জনাব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফটিআই এর পরিচালক জনাব মোঃ
ওবায়দুল আজম; কোর্স কো-অর্ডিনেটর জনাব হারুনুর-রশিদ, আরজেএসসি ও বিএফটিআই-এর কর্মকর্তাবৃন্দ; এবং বিভিন্ন
সংস্থা থেকে আগত প্রশিক্ষণার্থীবৃন্দ।
অনুষ্ঠানের
সভাপতি বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ইন-চার্জ) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি), জনাব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ
বলেন, “কোম্পানী আইন সর্ম্পকে ধারণা থাকা ব্যবসা পরিচালনার পূর্বশর্ত। উদ্যোক্তা, কোম্পানি প্রতিনিধি, পরামর্শক, কোম্পানি
আইনজীবীদের অনেক ক্ষেত্রে কোম্পানী আইন, অংশীদারী কারবার আইন, বাণিজ্য সংগঠন আইন, অনলাইন
রেজিস্ট্রেশন, নেম ক্লিয়ারেন্স, রিটার্ন ফাইলিং, উইন্ডিং আপ, একুইজিশন, মেমোরেন্ডাম
অফ অ্যাসোসিয়েশন (এমওএ), আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন (এওএ) ইত্যাদি সম্পর্কে সুনির্দিষ্ট
জ্ঞানের স্বল্পতার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলি প্রায়ই নানাবিধ সমস্যা ও অতিরিক্ত খরচের
সম্মুখীন হয়। এ প্রেক্ষিতে, ব্যবসা-বাণিজ্য ও প্রতিষ্ঠানের কার্যকর ব্যবস্থাপনার জন্য
অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ ব্যস্থাপক গড়ে তুলতে বিএফটিআই আয়োজিত এই প্রশিক্ষণটি অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী।”
বিএফটিআই-এর এই প্রশিক্ষণ কার্যক্রমটি আগামী
৩১ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত চলবে। দুই মাস-ব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে আরজেএসসি-তে
নিবন্ধন এবং রিটার্ন ফাইলিংয়ের জন্য পেশাদার দক্ষতা বৃদ্ধি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান
করা হবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন বিভিন্ন
প্রতিষ্ঠানের কোম্পানি সচিব,
ম্যানেজার, শিক্ষানবিস আইনজীবী, কোম্পানি ল প্র্যাকটিশনার, চার্টাড সেক্রেটারিয়েটসহ
বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ৪৪ জন কর্মকর্তা।